শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭

সভার উল্লেখযোগ্য সিদ্ধান্তসমূহ

আজ অনুষ্টিত যশোর পলিটেকনিক প্রাক্তনীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন মু্ক্তিযোদ্ধা মোঃ ইদ্রীস আলী৷ অনুষ্ঠানে যে সকল নির্বাহী সদস্যদের শপথ বাক্য পাঠ হয়নি; তাদের কে শপথ বাক্য পাঠদান করা হয়৷ সভাপতি মহোদয় শপথ বাক্য পাঠ করান৷
সভার উল্লেখযোগ্য সিদ্ধান্তসমূহ :
১. ১৯ জানুয়ারি'১৮, আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকায় প্রাক্তনীদের মিলনমেলা-২০১৮ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠান পরিচালনার জন্য প্রাথমিক কার্যকরী কমিটি গঠিত হয়েছে৷
২. আবাসনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে৷ ঢাকায় জমি ক্রয় করা হবে এবং আবাসনের জন্য সদস্য সংগ্রহ করা হবে।
৩. দরিদ্র-মেধাবি ছাত্রছাত্রীদের বৃত্তি দেয়া হবে। এই জন্য তাৎক্ষনিক দেড় লক্ষের মত ফান্ড সংগ্রহ হয়েছে৷
৪. বেকার প্রাক্তনীদের জন্য চাকরির চেষ্টা অব্যাহত থাকবে। এবং সকল প্রাক্তনীকে (যারা কর্মে আছেন) তাদের স্ব-উদ্যেগে ব্যাবস্থা গ্রহনের আহবান করা হয়েছে৷
৫. একটি পুস্তিকা (মুখপাত্র) করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে৷ আগামী ১৫ ডিসেম্বর এর ভিতর লেখা জমা দিতে বলা হয়েছে। মেইলঃ jpidhaka@gmail.com.
৬· উপদেষ্ঠা সাইদুর রহমানকে; প্রাক্তনীদের উন্নয়নের জন্য "ট্রেনিং প্রোগ্রামের প্রথমিক প্লান" করার অনুরোধ করা হয়েছে৷








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন