শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮

২ ফেব্রুয়ারি'১৮ শুক্রবার; মিলনমেলা'১৮

সম্মানিত প্রাক্তনী,

আস-সালামু ওলাইকুম !

আগামী ২ ফেব্রুয়ারি'১৮ শুক্রবার দিনব্যাপী যশোর পলিটেকনিক প্রাক্তনীর মিলনমেলা'১৮ ঢাকায় আইডিইবি ভবনে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন আইডিইবি'র সভাপতি একেএমএ হামিদ।
অনুষ্ঠানে থাকবে স্মৃতিচারণ, নারী, শিশু ও প্রাক্তনীদের জন্য বিভিন্ন বিনোদনমূলক প্রতিযোগিতা, রাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, নানান রকমের উপহার সামগ্রী। সকাল ও বিকেলের নাস্তা, দুপুরের খাবার সহ আরো অনেক কিছু। অংশগ্রহণ করতে ইচ্ছুক যেপিপি সদস্যদের আজই নিবন্ধন করার আহ্বান জানাচ্ছি।

অনুরোধক্রমে, মো : আলী ইদ্রিস; সভাপত, জে পি পি
মুন্সী জহুরুল হক; সাধারণ সম্পাদক, জে পি পি
প্রচারে, মো: ফরহাদ হোসেন ও মো: কামাল হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক, জে পি পি
01913023148, 01712263052

সকল সদস্য কে নিজ নিজ ফেইসবুক বা যোগাযোগ মাধ্যমে শেয়ার করার জন্য অনুরোধ করছি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন