শনিবার, ১২ আগস্ট, ২০১৭

য‌শোর প‌লি‌টেক‌নিক প্রাক্তনীর বার্ষিক সম্মেলন ও জাতীয় শোক দিবস উপল‌ক্ষে আ‌লোচনা সভা ও নব‌নির্বা‌চিত ক‌মি‌টির শপথগ্রহণ অনুষ্ঠান।


তা‌রিখঃ ১১ আগস্ট ২০১৭ শুক্রবার
স্থানঃ আই‌ডিই‌বি ভবন, ১৬০/এ কাকরাইল, ঢাকা-১০০০।

স্বগত বক্তব্য প্রদান করছেন যশোর পলিটেকনিক প্রাক্তনীর যুগ্ম সম্পাদক মো: ফরহাদ হোসেন
অনুষ্ঠা‌নের শুরু‌তে প‌বিত্র কুরআন থে‌কে তেলওয়াত করেন সাইদুর রহমান (১৯৭৫ ব্যাচ)। এরপর হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মার মাগফেরাত কামনা করে কিছু সময় নীরবতা পালন করা হয়। সকাল ৯টা থে‌কে ১০টা পর্যন্ত নিবন্ধন কার্যক্রম সম্পন্ন এবং সকাল ১০টা হ‌তে উ‌দ্বোধনী অ‌ধি‌বেশন শুরু হয়। উ‌দ্বোধনী অ‌ধি‌বেশ‌নে প্রধান অ‌তি‌থি হিসা‌বে অনুষ্ঠান অলংকৃত করেন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের পরম শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক জনাব মোঃ শামসুর রহমান।
বক্তব্য প্রদান করছেন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের পরম শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক জনাব মোঃ শামসুর রহমান
 বি‌শেষ অ‌তিথি হিসা‌বে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সম্মানিত যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মোঃ ফজলুর রহমান খান ও আরো উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সম্মানিত যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুন নুমান এবং ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সম্মানিত ছাত্র বিষয়ক সম্পাদক কামরুজ্জামান নয়ন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন যশোর পলিটেকনিক প্রাক্তনীর সভাপতি বীর  মুক্তিযোদ্ধা মো: আলী ইদ্রিস।

বক্তব্য প্রদান করছেন যশোর পলিটেকনিক প্রাক্তনীর সমবায় সম্পাদক মনিরুজ্জামান রকি
স্বগত বক্তব্য প্রদান করেন যশোর পলিটেকনিক প্রাক্তনীর যুগ্ম সম্পাদক মো: ফরহাদ হোসেন, সাংগঠনিক রিপোর্ট উপস্থাপনা করেন যশোর পলিটেকনিক প্রাক্তনীর সাধারণ সম্পাদক মো: জাহুরুল হক মুন্সী, এছাড়া গুরুত্ব পূর্ণ ও গঠন তান্ত্রিক বক্তব্য পেশ করেন যশোর পলিটেকনিক প্রাক্তনীর প্রধান উপদেষ্টা আলিমুজ্জামান (টালু খান), উপদেষ্টা শেখ নবীব আলী, সহ-সভাপতি এ বি এম আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সিরাজী লিমন, সমবায় সম্পাদক মনিরুজ্জামান রকি। উদ্বোধনী অধিবেশনের অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর পলিটেকনিক প্রাক্তনীর যুগ্ম সম্পাদক মো: কামাল হোসেন বিশ্বাস।
উদ্বোধনী অধিবেশনের অনুষ্ঠান সঞ্চালনা করছেন যশোর পলিটেকনিক প্রাক্তনীর যুগ্ম সম্পাদক মো: কামাল হোসেন বিশ্বাস

বক্তব্য প্রদান করছেন যশোর পলিটেকনিক প্রাক্তনীর প্রধান উপদেষ্টা আলিমুজ্জামান (টালু খান)

সমাপনী অধিবেশন শুরু হয় বিকাল ২.৩০ মিনিটে। এই অ‌ধি‌বেশ‌নে প্রধান অ‌তি‌থি হিসা‌বে অনুষ্ঠান অলংকৃত ক‌রেন, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের পরম শ্রদ্ধেয় সভাপতি এ কে এম এ হামিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আই ডি ই বি-এর সাধারণ সম্পাদক জনাব আব্দুল মান্নান। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোর পলিটেকনিক প্রাক্তনীর সভাপতি মুক্তিযোদ্ধা মো: আলী ইদ্রিস। উক্ত অনুষ্ঠানে দুটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়; একটি যশোর পলিটেকনিক প্রাক্তনীর সংবিধান সংশোধন ও অপরটি নতুন কমিটি গঠন। সংবিধানে পরিবর্তিত বিষয় গুলো হলো, আজীবন সদস্যদের চাঁদার পরিমান ৩০০০ টাকা থেকে ২০০০ টাকা করা ও নিবন্ধন ফি ১০০ টাকা এবং সাধারণ সদস্যদের মাসিক চাঁদা প্রথা বাতিল করা হয়েছে। তার পরিবর্তে এককালীন ১০০ টাকা দিয়ে নিবন্ধন ও ৩০০ টাকা সহ মোট ৪০০ টাকা প্রদান করতে হবে এবং দুই বছরের মধ্যে আজীবন সদস্য পদ গ্রহণ করতে হবে।
বক্তব্য প্রদান করছেন যশোর পলিটেকনিক প্রাক্তনীর উপদেষ্টা শেখ নবীব আলী

অনুষ্ঠান সঞ্চালনা করছেন যশোর পলিটেকনিক প্রাক্তনীর যুগ্ম সম্পাদক মো: কামাল হোসেন বিশ্বাস ও পাশে আছেন সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সিরাজী লিমন

বক্তব্য প্রদান করছেন যশোর পলিটেকনিক প্রাক্তনীর যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম রাজু

বক্তব্য প্রদান করছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর প্রাণ প্রিয় নেতা ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের পরম শ্রদ্ধেয় সভাপতি এ কে এম এ হামিদ

বক্তব্য প্রদান করছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর প্রাণ প্রিয় নেতা ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের পরম শ্রদ্ধেয় সভাপতি এ কে এম এ হামিদ

অনুষ্ঠান শেষে নব নির্বাচিত কমিটির একাংশের সাথে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের পরম শ্রদ্ধেয় সভাপতি এ কে এম এ হামিদ

এছাড়া আগের ৩৩ সদস্য কমিটির পরিবর্তন করে ৪৭ সদস্য করা হয়েছে। নতুন পদ গুলো হলো একটি যুগ্ম সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, ছাত্র বিষয়ক সম্পাদক, সহ ছাত্র বিষয়ক সম্পাদক, চাকুরী বিষয়ক সম্পাদক, সহ চাকুরী বিষয়ক সম্পাদক, সমবায় বিষয়ক সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, নির্বাহী সদস্য এক জন, উপদেষ্টা মন্ডলীর সংখ্যা ১১ থেকে ১৯ জনে বৃদ্ধি করা হয়েছে। প্রচার ও প্রকাশনা এবং সাহিত্য ও সংস্কৃতি দুইটি বিভাগ কে ভেঙে চারটি করা হয়েছে। নির্বাচন এর মেয়াদ ছিল মার্চ মাস প্রতি তিন বছর পর পর। এই পদ্ধতি বাদ দিয়ে শুধু মাত্র তিন বছর পর পর নতুন কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সংবিধান সংশোধন কমিটিতে ছিল, প্রধান উপদেষ্টা আলিমুজ্জামান (টালু খান),সাধারণ সম্পাদক মো জাহুরুল হক মুন্সী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মো: ফরহাদ হোসেন ও যুগ্ম সম্পাদক মো কামাল হোসেন বিশ্বাস।
বক্তব্য প্রদান করছেন সহ-সভাপতি এ বি এম আতিয়ার রহমান

বক্তব্য প্রদান করছেন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সম্মানিত যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুন নুমান

বক্তব্য প্রদান করছেন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সম্মানিত ছাত্র বিষয়ক সম্পাদক কামরুজ্জামান নয়ন

বক্তব্য প্রদান করছেন সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সিরাজী লিমন

 বক্তব্য প্রদান করছেন যশোর পলিটেকনিক প্রাক্তনীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইদ্রিস

বক্তব্য প্রদান করছেন যশোর পলিটেকনিক প্রাক্তনীর সাধারণ সম্পাদক মো জাহুরুল হক মুন্সী

 বক্তব্য প্রদান করছেন চাকুরী বিষয়ক সম্পাদক সিকদার আবুল কালাম আজাদ

নতুন কমিটি গঠনের জন্য সার্চ কমিটিতে ছিল প্রধান উপদেষ্টা আলিমুজ্জামান (টালু খান),সাধারণ সম্পাদক মো জাহুরুল হক মুন্সী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং সহযোগী হিসাবে অর্থ সম্পাদক গাজী খালেদুর রহমান, যুগ্ম সম্পাদক মো: ফরহাদ হোসেন ও যুগ্ম সম্পাদক মো কামাল হোসেন বিশ্বাস। উক্ত অনুষ্ঠানের স্বগত বক্তব্য প্রদান করেন যশোর পলিটেকনিক প্রাক্তনীর সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক রিপোর্ট উপস্থাপনা করেন যশোর পলিটেকনিক প্রাক্তনীর সাধারণ সম্পাদক মো: জাহুরুল হক মুন্সী, এছাড়া গুরুত্ব পূর্ণ ও গঠন তান্ত্রিক বক্তব্য পেশ করেন যশোর পলিটেকনিক প্রাক্তনীর উপদেষ্টা এম গোলাম মোহাম্মদ, উপদেষ্টা মো সাইদুর রহমান, চাকুরী বিষয়ক সম্পাদক সিকদার আবুল কালাম আজাদ। নতুন কমিটির শপথ বাক্য পাঠ করান সার্ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফরমের ঘোষিত " ফাদার অফ দা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স" নাম খ্যাত, বাংলাদেশের চার লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর প্রাণ প্রিয় নেতা ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের পরম শ্রদ্ধেয় সভাপতি এ কে এম এ হামিদ এবং বঙ্গবন্ধুর বিদেহী আত্মার প্রতি সন্মান প্রদর্শন এবং প্রাক্তনীর জন্য অতীব গুরুত্বপূর্ণ ও দিক নির্দশনা মূলক বক্তব্য প্রদান করেন। সমাপনী বক্তব্য প্রদান করেন শিক্ষাবিদ, যশোর পলিটেকনিক প্রাক্তনীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইদ্রিস। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর পলিটেকনিক প্রাক্তনীর যুগ্ম সম্পাদক মো: কামাল হোসেন বিশ্বাস।

সংবিধান সংশোধন কমিটির যুগ্ম সম্পাদক মো কামাল হোসেন বিশ্বাস, যুগ্ম সম্পাদক মো: ফরহাদ হোসেন প্রধান উপদেষ্টা আলিমুজ্জামান (টালু খান), সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইদ্রিস, সাধারণ সম্পাদক মো জাহুরুল হক মুন্সী

নতুন কমিটির সদস্যদের তালিকা প্রদান করা হলো। কার্য নির্বাহী কমিটি (২০১৭-২০১৯):
১. সভাপতি: মো : আলী ইদ্রিস (১৯৭৯)
২. সহ সভাপতি: এ বি এম আতিয়ার রহমান (১৯৭৮)
৩. সহ-সভাপতি : মো: ফারুকুজ্জামান (১৯৮২)
৪. সহ সভাপতি: মো: আব্দুল হান্নান (১৯৮৩)
৫. সাধারণ সম্পাদক: মো: জাহুরুল হক মুন্সী (১৯৮৪)
৬. যুগ্ম সম্পাদক: মো রেজাউল ইসলাম রাজু (১৯৯১)
৭. যুগ্ম সম্পাদক: মো ফরহাদ হোসেন (১৯৯৮)
৮. যুগ্ম সম্পাদক: মো কামাল হোসেন (২০১০)
৯. সাংগঠনিক সম্পাদক: মোস্তাফিজুর রহমান (১৯৮৩)
১০. সহ সাংগঠনিক সম্পাদক: মেহেদী হাসান সিরাজী লিমন (২০০৮)
১১. অর্থ সম্পাদক: গাজী খালেদুর রহমান (১৯৮৩)
১২. সাহিত্য সম্পাদক: মো হাফিজুর রহমান (১৯৮৩)
১৩. সহ সাহিত্য সম্পাদক: মো এনামুল হক (২০১০)
১৪. সাংষ্কৃতিক সম্পাদক: শেখ শাফায়েতুর রহমান (১৯৮৮)
১৫. সহ সাংষ্কৃতিক সম্পাদক: জাফরিন ফেরদৌস (১৯৯৫)
১৬. প্রচার সম্পাদক: বি এম তোরাব হোসেন (১৯৮৬)
১৭. সহ প্রচার সম্পাদক: মো সাইদুর রহমান শান্ত (১৯৯৮)
১৮. প্রকাশনা সম্পাদক: মো জিলহজ্ব আলী (১৯৮৪)
১৯. সহ প্রকাশনা সম্পাদক: মো কামরুজ্জামান টিটো (১৯৯৮)
২০. সমাজকল্যান সম্পাদক: মো নুরুজ্জামান শিমুল (১৯৮৪)
২১. সহ সমাজকল্যান সম্পাদক: রেজওয়ান আহমেদ রোজেল (২০০৮)
২২. ক্রীড়া সম্পাদক: কার্তিক চন্দ্র সরকার (১৯৮২)
২৩. সহ ক্রীড়া সম্পাদক: সৈয়দ আব্দুল মতিন (১৯৮৪)
২৪. মহিলা বিষয়ক সম্পাদক : কোহিনুর আক্তার জেবা (১৯৮৮)
২৫. সহ মহিলা বিষয়ক সম্পাদক : নূর নাহার রুমা (২০১১)
২৬. দপ্তর সম্পাদক : মো মজিবর রহমান (১৯৮২)
২৭. সহ দপ্তর সম্পাদক : মো আলিমুর রহমান (১৯৯৮)
২৮. চাকুরী বিষয়ক সম্পাদক: সিকদার আবুল কালাম আজাদ (১৯৮৮)
২৯. সহ চাকুরী বিষয়ক সম্পাদক: ভূঁইয়া এনামুল কবির (১৯৯৩)
৩০. ছাত্র বিষয়ক সম্পাদক: মো মাহফুজুর রহমান (২০০৯)
৩১. সহ ছাত্র বিষয়ক সম্পাদক: বাসার ইবনে হাদিস (২০১০)
৩১. আইন বিষয়ক সম্পাদক:এড. সামসুল আলম (১৯৮৩)
৩২. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মো কামরুজ্জামান (১৯৯৪)
৩৩. সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মো ওয়াহিদ জোয়াদ্দার (২০১০)
৩৪. সমবায় সম্পাদক : মো মনিরুজ্জামান রকি (২০০৯)
৩৫. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মো কাইয়ুম সরকার (১৯৯৭)
৩৬. সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মো ওমর ফারুক সুমন (২০০৯)
নতুন কমিটির শপথ বাক্য পাঠ করান ফাদার অফ দা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স নাম খ্যাত শ্রদ্ধেয় সভাপতি এ কে এম এ হামিদ
৩৭. নির্বাহী সদস্য : মো নুরুল ইসলাম (১৯৮৩)
৩৮. নির্বাহী সদস্য : শেখ মোহাম্মদ হোসেন (১৯৮৩)
৩৯. নির্বাহী সদস্য : গোলাম হায়দার (১৯৮৪)
৪০. নির্বাহী সদস্য : মো তরিকুল ইসলাম পটু (১৯৮৪)
৪১. নির্বাহী সদস্য : নাসিমা খানম জেসমিন (১৯৮৮)
৪২. নির্বাহী সদস্য : এ এস আমি আশরাফ মধু (১৯৮৮)
৪৩. নির্বাহী সদস্য : মো সামসুল আলম (১৯৯৩)
৪৪. নির্বাহী সদস্য : মো আনোয়ারুজ্জামান (১৯৮২)
৪৫. নির্বাহী সদস্য : মো আসাদুল ইসলাম (১৯৯৭)
৪৬. নির্বাহী সদস্য : দিলশাদ জাহান মিতা ( ২০১২)
৪৭. নির্বাহী সদস্য : মো তানভীর আহমেদ (২০১৫)
উপদেষ্টা মন্ডলীদের  শপথ বাক্য পাঠ করান ফাদার অফ দা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স নাম খ্যাত শ্রদ্ধেয় সভাপতি এ কে এম এ হামিদ

নতুন উপদেষ্টা মন্ডলীর তালিকা প্রদান করা হলো। কার্য নির্বাহী কমিটি (২০১৭-২০১৯):

প্রধান উপদেষ্টা: মোঃআলিমুজ্জামান খান (টালু খান) (১৯৭৫)
উপদেষ্টা: ১. মো.আবুল হোসেন (১৯৭২)
২. মো সাইদুর রহমান (১৯৭৫)
৩. মো দাউদ আলী মোল্লা (১৯৭৫)
৪. শেখ মো আব্দুর রফিক (১৯৭৭)
৫. এম গোলাম মোহাম্মদ (১৯৭৯)
৬. শেখ মো আজিমুদ্দিন (১৯৭৯)
৭. রুহুল আমিন (১৯৭৯)
৮. মো মুক্তার হোসেন (১৯৮০)
৯. শেখ নবীব আলী (১৯৮২)
১০. মোঃ আবদুর রব (১৯৮২)
১১. এড আনোয়ারুজ্জামান (১৯৮২)
১২. রুহুল আমিন (১৯৮২)
১৩. মো আসাদুল হক বিশ্বাস (১৯৮৩)
১৪. মোঃ ফারুকুল ইসলাম (১৯৮৩)
১৫. খান আবু মাসুদ মো আসাদুজামান (১৯৮৩)
১৬. মো সাঈদ রেজা তরুণ (১৯৮৪)
১৭. এডঃ আফম সাইফুল্লাহ (১৯৮৪)
১৮. পরিমল কুমার কুরি(১৯৮৪)
য‌শোর প‌লি‌টেক‌নিক প্রাক্তনীর একাংশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন