সোমবার, ২৯ মে, ২০১৭

আগামী ০২ জুন শুক্রবার ইফতার মহফিল অনুষ্ঠিত হবে

সুপ্রিয় প্রাক্তনীবৃন্দ,
আস-সালামু ওয়ালাইকুম !
আগামী ০২ জুন শুক্রবার আইডিইবি ভবনে যশোর পলিটেকনিক প্রাক্তনি এর ইফতার মহফিল অনুষ্ঠিত হবে। নতুন কমিটি গঠনসহ গত মিলনমেলার হিসাব নিয়ে আলোচনা করতে বিকাল ৩টাই সকল প্রাক্তনিকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।

অনুরোধে,
জহুরুল হক মুন্সী,
সাধারণ সম্পাদক, যেপিপি।
প্রচারে,
মো : কামাল হোসেন,
সহ- সাংগঠনিক সম্পাদক, যশোর পলিটেকনিক প্রাক্তনী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন