সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭

প্রিয় জাহাঙ্গীর ভাই আজ ৬/২/২০১৭ইং তারিখে ইন্তেকাল করেছেন

আমরা অত্যান্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, "ডট প্ল্যানেট প্রিন্টিং এন্ড প্যাকেজিং" এর কর্নধার আমাদের প্রিয় মানুষ জাহাঙ্গীর ভাই আজ ৬/২/২০১৭ইং তারিখে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যশোর পলিটেকনিক প্রাক্তনীর ৫০ বছর উপলক্ষে "স্মরণিকা" তার প্রতিষ্ঠান "ডট প্ল্যানেট প্রিন্টিং এন্ড প্যাকেজিং" হতে প্রকাশিত হয়েছিল।  যশোর পলিটেকনিক প্রাক্তনীর পক্ষ থেকে তার আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি । এবং তার পরিবারকে এই বিয়োগান্তে সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ পাক তাঁকে বেহেশত নসীব করুন। আমীন।



মোঃ ফরহাদ হোসেন
যুগ্ম সম্পাদক
যশোর পলিটেকনিক প্রাক্তনী।
&
মো কামাল হোসেন বিশ্বাস
সহ: সাংগঠনিক সম্পাদক
যশোর পলিটেকনিক প্রাক্তনী
http://jppbdnoticeboard.blogspot.com/2017/02/blog-post.html

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন