সুপ্রিয় প্রাক্তনীবৃন্দ,
আগামীকাল ২৫ জুলাই '১৬ সোমবার বিকেল ৫ ঘটিকার সময় আইডিইবি, সি ই সি কনফারেন্স ৩য় তলায় যশোর পলিটেকনিক প্রাক্তনীর পক্ষ থেকে একটি গুরুত্ব পূর্ণ মিটিং এর আয়োজন করা হয়েছে। উক্ত গুরুত্ব পূর্ণ মিটিং এ সকল দায়িত্ববান প্রাক্তনীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগের জন্য:
১. জনাব : জহুরুল হক মুন্সি, সাধারণ সম্পাদক, ০১৭১৩০১৪৩০৮
২. জনাব : মো মোস্তাফিজুর রহমান , সাংগঠনিক সম্পাদক, ০১৭১৫৭০১৯৯৭
৩. জনাব : ফরহাদ হোসেন, যুগ্ম-সম্পাদক, ০১৯১৩০২৩১৪৮
৪. জনাব : কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক, ০১৯১৬৪১১৯৫২
বিঃ দ্রঃ ভুলবশত ২৫ জুলাই এর পরিবর্তে ১৮ জুলাই হওয়ায় আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।
অনুরোধক্রমে,
জনাব আলী ইদরীস,
সভাপতি, যশোর পলিটেকনিক প্রাক্তনী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন